পেগাসাস ইস্যুতে মঙ্গলবারও উত্তাল সংসদের অধিবেশন। সাংসদরা ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখান। গুরুত্বপূর্ণ কাগজের নথি ছিঁড়ে ফেলা হয়।
বিরোধী সাংসদদের এই ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই ঘটনা মোটেই অভিপ্রেত নয়। এতে সংসদের সম্মানহানি হচ্ছে। বিরোদীদের ভূমিকা নিয়ে মোদী বলেছেন, ‘বিরোধীদের আচরণ ভারতীয় সংসদ. দেশবাসী, সংবিধান ও গণতন্ত্রের প্রতি অপমান।’।
এই প্রসঙ্গে সংসদে বিল পাস তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের কটাক্ষেরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী।পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতের কাগজ ছিঁড়ে ফেলারও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যসভা ও লোকসভার বিজেপি সাংসদদেরও প্রধানমন্ত্রী সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতীয় সংসদের গরিমা যাকে অক্ষুণ্ণ থাকে সেদিকেও নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের এই পরামর্শ দিয়েছেন। বিরোধীদের হইচইকে ‘উস্কানিমূলক’ বলে তোপ দেগেছেন মোদী