প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi), বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এঁরা প্রত্যেকেই নাকি কোভিড ভ্যাকসিন 'নিয়েছেন' বিহারের আরওয়াল জেলা থেকে!
শুনতে একটু অবাক লাগছে কি? স্বাভাবিক! সম্প্রতি ওই জেলার কার্পি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিনেশন পোর্টাল পরীক্ষা করতে গিয়ে এই 'হাস্যকর' তথ্য সামনে আসে। তারপর তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।
এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজন কম্পিউটার অপারেটরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না জেলা প্রশাসনও। তারা এই ডেটা জালিয়াতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে জানান, তিনি ইতিমধ্যেই জেলাশাসক এবং চিফ মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলেছেন। অন্য কোনও হাসপাতালের তথ্যপঞ্জিতেও এমন সাংঘাতিক কিছু ভুল আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।