শুক্রবার ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা সংক্রান্ত বৈঠক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই বৈঠকেরই সরাসরি সম্প্রচার করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তা নিয়ে কেজরীওয়ালকে তিরস্কার করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "গুরুত্বপূর্ণ রীতি ভেঙেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কোনও ইন-হাউস বৈঠকের সরাসরি সম্প্রচারের অনুমোদন দেয় না আমাদের রীতি।" এরপরই হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন কেজরিওয়াল। এই ধরনের ভুল ভবিষ্যতে হবে না বলে জানান তিনি। পাশাপাশি বৈঠকে প্রধানমন্ত্রী যা যা বলেছেন তা পালনের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।
যদিও এরপরই মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, কেন্দ্রীয় সরকারের থেকে কোথাও লিখিতভাবে বা মৌখিকভাবে এমন কোনও কথা বলা হয়নি যে বৈঠক সরাসরি সম্প্রচার করা যাবে না। পাশাপাশি তার অফিসের তরফেও ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।