নদীয়ার মর্মান্তিক দুর্ঘটনা (Nadia Road Accident) নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সকালে মৃতদেহ দাহ করতে নিয়ে যাওয়ার সময় নদীয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনাটি হয়। মৃত্যু হয় ১৮ জনের।
এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, "পশ্চিমবঙ্গের নদীয়ায় পথদুর্ঘটনার খবরে অত্যন্ত মর্মাহত। মৃতদের পরিবারকে সমবেদনা।" আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলেন তিনি।
নদীয়ার পথদুর্ঘটনা নিয়ে আগেই টুইট করে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor) জগদীপ ধানকড়ও।
নদীয়ার পথ দুর্ঘটনায় ১৮জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেক লোক। আহতদের চিকিৎসা চলছে।