দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াত সহ ১৩ জনকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা পরিষদ উপদেষ্টা অজিত ডোভাল, নৌ-সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি.আর চৌধুরী, সেনাপ্রধান জেনারেল এম.এম. নারওয়ানে।
শবদেহগুলি C130J সুপার হারকিউলিস বিমানে বৃহস্পতিবার দিল্লির পালাম বিমানবন্দরে নিয়ে আসা হয়। দিল্লির পালাম বিমানবন্দরে মৃতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ শ্রদ্ধা জানানো হয়। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, কপ্টার দূর্ঘটনায় নিহতদের দেহ শনাক্তকরণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
এখনও পর্যন্ত জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, এবং ব্রিগেডিয়ার এল.এস.লিট্টরের দেহ শনাক্ত করা গেছে। বাকিদের দেহ শনাক্তকরণের কাজ এখনও চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আর্মি বেসের হাসপাতালের মর্গে শবদেহগুলি শায়িত রাখা হবে।
শুক্রবার দিল্লির বাসভবনে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ শায়িত থাকবে। সেখানে তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন নাগরিকরা। উল্লেখ্য বুধবার তামিলনাড়ুর কুন্নুরে এক ভয়াবহ কপ্টার দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ১৩ জন।