প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) টুইটার অ্যাকাউন্টে হ্যাকারের হানা। কিছুক্ষণেরবজন্য হ্যাক হল মোদীর টুইটার অ্যাকাউন্ট। গোটা বিষয়টি স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে ট্যুইট করে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। টুইটার কর্তৃপক্ষকে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। সুরক্ষিত করা হয়েছে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট।
Indian Rail: দূরপাল্লার ট্রেনে কি ফের দেওয়া হবে কম্বল, চাদর? কী উত্তর দিল সরকার?
সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন প্রধানমন্ত্রী। শনিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাক করা হয়। প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু টুইট করা হয়। যেখানে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দানের কথা বলা হয়। ১২ ডিসেম্বর রাত ২ টো নাগাদ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়।