ভারতের বাণিজ্যক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে সিআইআই(CII)এর বার্ষিক সভায় কেন্দ্রের একাধিক পদক্ষেপের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(NARENDRA MODI)। সভায় যোগ দিয়ে তিনি বলেন, ' একটা সময় যে বিদেশী বিনিয়োগকে ভারত ভয় পেত, সেই ভারতই এখন বিভিন্ন ধরনের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে। বাণিজ্যের সুবিধার জন্য ভারত একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানা জানান প্রধানমন্ত্রী(NARANDRA MODI)। '
এদিন ভারতের বাণিজ্যিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে একাধিক বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের(INDIA) ইন্ডাস্ট্রি উন্নয়নের লক্ষ্যে নিজের নীতি ও স্ট্র্যাটেজি ঠিক করে এগিয়েছে। এক্ষেত্রে তিনি আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ তুলে ধরেন। আত্মনিভর ভারত প্রসঙ্গে নরেন্দ্র মোদী সাফ বার্তায় জানান যে, ধীরে ধীরে মানুষের পছন্দ বদলে যেতে শুরু করেছে। প্রসঙ্গত, বাণিজ্যের আঙিনায় পশ্চিমী দুনিয়ার প্রবল প্রভাব থাকলেও, বর্তমানে মানুষের আবেগ ভারতে তৈরি হওয়া পণ্যের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন মোদী।