Narendra Modi: পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর, সংবিধান দিবসে অনুপস্থিত বিরোধীরা

Updated : Nov 26, 2021 15:15
|
Editorji News Desk

সংবিধান দিবসে(Constitution Day of India) পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। একটি রাজনৈতিক দলকে কোনও একটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নিয়ন্ত্রণ করলে তা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী(PM Narendra Modi) বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী- সমগ্র ভারত এমন এক সঙ্কটের দিকে এগোচ্ছে যা গণতন্ত্রের প্রতি আস্থাশীল জনতার জন্য অত্যন্ত আশঙ্কাজনক হতে পারে।

সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, "পরিবারতন্ত্র দেশের পক্ষে বিপজ্জনক। রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ করে, তখন কীভাবে সংবিধানের মর্যাদা রক্ষিত হতে পারে? একটি রাজনৈতিক দল একটিমাত্র পরিবারের জন্য এবং ওই পরিবারের সদস্যদের দ্বারা চালিত হয়।" এর বেশি কিছু বলার দরকার নেই বলেও কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী।

সংবিধান দিবসে কংগ্রেস দলের (INC) পক্ষ থেকে ট্যুইটারে লেখা হয়েছে, ‘আমাদের সংবিধান স্বাধীন চিন্তা, মতপ্রকাশ এবং ধর্মাচরণের স্বাধীনতা দিতে অঙ্গীকারবদ্ধ। তবে গত ৭ বছরে মোদী সরকার এই মৌলিক অধিকারগুলিকে ধ্বংস করে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের পাল্টা লড়াই করতেই হবে।’

আরও পড়ুন- Constitution Day of India: সংবিধান দিবসেই বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে মোদী, মহুয়া-ডেরেকের 'ট্যুইট তোপ'

সংসদ ভবনের সেন্ট্রাল হলে শুক্রবার ‘সংবিধান দিবস’(Constitution Day of India) পালন করা হয়। সংবিধান দিবসের অনুষ্ঠানে আগেই যোগ না দেওয়ার কথা জানায় কংগ্রেস(INC)। তৃণমূল(TMC) ও বামেদের(Left) পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানায় ডিএমকে(DMK), শিবসেনা(Shiv Sena), আরজেডি(RJD), এনসিপি(NCP), সমাজবাদী পার্টির(SP) সাংসদরা। সংবিধান দিবসের অনুষ্ঠানে নাম না করেই বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী(PM Of India)।

 

INCDMKTMCCongressBJPNarendra ModiConstitution of IndiaRJD

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন