বিদেশমন্ত্রক রবিবার জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইটালি এবং ব্রিটেনে G-20 সামিট এবং COP-26 সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবেন।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, রোমে আগামী ৩০-৩১ অক্টোবর ১৬তম G20 সামিট অনুষ্ঠিত হবে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে সেখানে যাবেন নরেন্দ্র মোদী।
এবার এই সম্মেলনের থিম 'মানুষ-বিশ্ব-সমৃদ্ধি'।
ইটালি প্রধানমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপর প্রধানমন্ত্রী গ্লাসগো যাবেন দেশনেতাদের শীর্ষ সম্মেলন COP-26 তে যোগ দিতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করেছেন যা অনুষ্ঠিত হবে নভেম্বরের ১-২ তারিখ ধরে।