পর্নোগ্রাফিকাণ্ডে সোমবারই জামিন পেয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra Case)। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল মুম্বই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের দাবি, রাজ কুন্দ্রার কাছ থেকে একশোটিরও বেশি পর্ন ভিডিও পাওয়া গিয়েছে। ৯ কোটি টাকার বিনিমিয়ে সেই সব ভিডিও বিক্রি করার পরিকল্পনা ছিল শিল্পা শেট্টির স্বামীর।
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে মোট ১১৯টি পর্ন ভিডিও পাওয়া গিয়েছে।
গত ১৯ জুলাই পর্ন ফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তারপর প্রায় দু’মাস হাজতে ছিলেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী। এই সময় তাঁর বিরুদ্ধে একাধিক মডেল ও অভিনেত্রী প্রকাশ্যে অভিযোগ জানিয়েছেন। রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ব্যবসায় নামিয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া।