লখিমপুরে ২৮ ঘণ্টা লকআপে থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইট করে জানান, কেন নির্দিষ্ট নির্দেশ বা অভিযোগ ছাড়াই তাঁকে আটকে রাখা হল।
লখিমপুরে যাওয়ার আগে প্রিয়াঙ্কাকে সোমবার সীতাপুরে ক্যাম্পে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয় তাঁর। আটকের ওয়ারেন্ট দেখাতে বলেন তিনি। প্রিয়াঙ্কার দাবি, তাঁকে বেআইনি ভাবে আটক করা হয়েছে। প্রতিবাদে ক্যাম্পের ঘরে অনশনও করেন।
রবিবার রাতে লখিমপুরের ঘটনায় মৃত্যু হয় আটজনের। তার মধ্যে চারজনই কৃষক। প্রিয়াঙ্কাকে আটক করার পর সীতাপুর ক্যাম্পের বাইরে প্রতিবাদ কর্মসূচী পালন করেন কংগ্রেস কর্মী সমর্থকরা।