সকাল বেলা ঘরে কল খুললেই হুহু করে বেরোচ্ছে ঘোলা জল। জলের রঙ একেবারে কালো।
গত কয়েকদিনে এই সাক্ষী হয়েছেন কলকাতার অনেক বাসিন্দাই। শুধু কলকাতা নয়, কলকাতা থেকে হুগলির চুঁচুড়া পর্যন্ত এই সমস্যার মুখে পড়েছেন অনেকেই।
ঘোলা জল আসছে হুগলির একাধিক এলাকায়। পুরসভার পানীয় জল না খাওয়ার জন্য মাইকে প্রচার করা হচ্ছে।
উল্টোডাঙ্গা ও হুগলির উত্তরপাড়ায় মাইকে প্রচার চালাচ্ছে পুরসভা। কিন্তু কেন এই বিপত্তি?পুর প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন, "গঙ্গার পানীয় জলের প্ল্যান্টে সমস্যা তৈরি হয়েছে। DVC-র জল ছাড়ায়, গঙ্গার জলে পলির পরিমান বেড়েছে।
গঙ্গার জলে একটা কালো মাটি মিশে গিয়েছে। সেই পলির কারণেই পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে।একইসঙ্গে পুরসভার তরফে জানানো হয়েছে,আগামী ৩ দিন কম পানীয় জল সরবরাহ করা হবে। ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিষেবা।"