সম্প্রতি ভূপালে আশ্রম ওয়েবসিরিজের সেটে আক্রান্ত হন পরিচালক সহ ছবির কলাকুশলীরা। এই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিল প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। বিবৃতিতে জানানো হয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সাম্প্রতিক অতীতে ঘনঘন তাঁদের ওপর আঘাত হেনে, কাজে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে গিল্ড।
প্রকাশ ঝায়ের ছবির সেটে বজরং দলের আক্রমণের পর থেকেই হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে সংহতি বাড়াতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর বার্তা দিলেন প্রথম সারির একাধিক চলচ্চিত্র পরিচালক। এদের মধ্যে রয়েছেন হনসল মেহতা, প্রীতিশ নন্দি, সুধীর মিশ্র।
টুইটারে একটি খবর শেয়ার করে হনসল মেহতা লিখেছেন, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আর কবে মানুষ নিজেদের সহকর্মীদের জন্য মুখ খুলবে? "এই ভয়াবহ নীরবতা এবং নিজেদের মধ্যে মতের অমিল দুষ্কৃতিদের শক্তি বাড়ানো ছাড়া আর কিছুই করছে না"।
অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন আশ্রমের সেটে যা হয়েছে, তা দেশের ক্রমবর্ধমান অসহিষনুতার কথাই বলে। স্বরা লিখেছেন, "লজ্জাজনক, অবিশ্বাস্য, যে কোনও সময় যে কেউ আক্রান্ত হতে পারে, দেশের সংস্কৃতি এমন জায়গায় গেছে"।
পরিচালক সুধীর মিশ্রও এই ঘটনার তীব্র নিন্দা অরে বলেছেন "ইন্ডাস্ট্রিকে বেঁধে বেঁধে থাকতে হবে, সহকর্মীদের পাশে দাঁড়াতে হবে"।
প্রকাশ ঝা পরিচালিত আশ্রম ওয়েবসিরিজের সেটের ঘটনার আগেও ২০১৮ তে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত পদ্মাবতের সেটেও একই রকম আক্রমণের ঘটনা ঘটেছিল।