একজন বিজেপি বিধায়ককে হেনস্থা করা এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল পাঞ্জাবের একদল কৃষকের বিরুদ্ধে। অরুণ নারাং নামে ওই বিধায়ক মালাউট এলাকায় একটি সাংবাদিক বৈঠক করতে গিয়েছিলেন। তখনই একদল কৃষক তাঁর উপর চড়াও হন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, নারাংয়ের পোশাক ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাঁকে ধাক্কাও দেওয়া হচ্ছে। পুলিশ ওই বিধায়ককে ক্ষুব্ধ কৃষকদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। পিটিআইকে নারাং জানিয়েছেন, তাঁর ঘুষি মারা হয়েছে৷ গায়ে কালিও ছিটিয়ে দিয়েছেন কৃষকরা।