সোমবার সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে গোটা দেশে 'রেল রোকো' কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার প্রায় ৪০মিনিট অবরোধের পর উত্তর ২৪পরগণার হৃদয়পুর স্টেশন থেকে অবরোধ উঠে যায়। হৃদয়পুর স্টেশনে বেলা ১২টা ১০ থেকে ১২টা ৫০ পর্যন্ত অবরোধ চলে। শুধু বাংলা নয়, সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে গোটা দেশেই চলে ‘রেল রোকো’ কর্মসূচি।
বাইটঃ গার্গী চট্টোপাধ্যায়, বাম নেত্রী (00:06-01:09)
বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্তে দফায় দফায় এই অবরোধ চলে। লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যা এবং কালা কৃষি আইন এর বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে। অবিলম্বে মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রকে গ্রেফতার করতে হবে এই দাবি তোলেন বিক্ষোভকারীরা। কৃষকনেতা রাকেশ টিকায়েত দাবি তোলেন অবিলম্বে কৃষকহত্যায় অভিযুক্ত মন্ত্রীপুত্রকে গ্রেফতার করতে হবে।
এই বিক্ষোভ কর্মসূচির জেরে ব্যাপকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এর ব্যাপক প্রভাব পড়ে। দেশজুড়ে মোট ৪৩টি ট্রেন বাতিল করতে হয়।
অবিলম্বে কৃষি আইন বাতিল না করা হলে আগামীতে দেশের কৃষকসমাজ বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বলেই সুর চড়িয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা।