করোনা আবহে প্যাসেঞ্জার, ইন্টারসিটি, এক্সপ্রেস মিলিয়ে আরও ৩১টি ট্রেনের পরিষেবা বন্ধ করল ভারতীয় রেল। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। স্বল্পদূরত্বের ট্রেনের ক্ষেত্রে লাইনের কাজের কারণে পরবর্তী নির্দেশ না জানানো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি জানাচ্ছে, শিলিগুড়ি-বামহাটা ইন্টারসিটি স্পেশাল, শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল, নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি প্যাসেঞ্জার স্পেশাল, গুয়াহাটি-ধুবরি এক্সপ্রেসের মতো ট্রেনগুলি বন্ধ রাখা হল রেলওয়ে ট্র্যাক সারানোর কাজের জন্য। পাশাপাশি ১৬ মে-র হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, ১৪ ও ১৫ মে-র ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস, ১৩ থেকে ১৭ মে পর্যন্ত শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার ও ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত আলিপুরদুয়ার-শিয়াদহ এক্সপ্রেস বন্ধ থাকবে। ১৩, ১৪ ও ১৭ মে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ও বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসও বন্ধ থাকবে।