প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ বছরের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব সিদ্ধান্ত কেন্দ্রের। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে নানা কর্মসূচীর পাশাপাশি রেকর্ড সংখ্যক করোনা টিকাকরণের সিদ্ধান্ত কেন্দ্রের। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে দলের লক্ষ্যই হল, যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে করোনা টিকা দেওয়া। ঐ দিন যাতে রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়, সেইদিকে লক্ষ্য রাখবে দল।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের তিব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। তাদের দাবি করোনা তৃতীয় ঢেউ এই মুহূর্তে দেশের দুয়ারে কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অধিক সংখ্যক মানুষকে টিকাকরণ করানো উচিত। যেখানে এক দিন আগে টিকা দিতে পারলে সংক্রমণের গতিতে রাশ টানা সম্ভব সেখানে রেকর্ড টিকাকরণ প্রক্রিয়ার লক্ষ্যে একটি নির্দিষ্ট জন্য বসে থাকা কতোটা বিচক্ষণতার, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।