পুরভোটের ঠিক চারদিন আগে ত্রিপুরায় (Tripura) তুঙ্গে তৃণমূল-বিজেপি সংঘাত। রবিবার সকাল থেকেই একটানা জেরা করার পর যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) গ্রেফতার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এরপরই বদল হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর সূচিতে। সোমবার আগরতলা যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু সায়নী ও আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে রবিবার রাতেই ত্রিপুরা পৌঁছচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ।
তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব বলেন, "জোরে গাড়ি চালিয়ে মানুষ মেরে ফেলার চেষ্টা করেছিলেন সায়নী, এটা কেউ বিশ্বাস করবে না। পুরোটাই মিথ্যা। আমাদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। এছাড়াও কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। তাঁর কর্মসূচি নষ্ট করার জন্য এসব করা হয়েছে। এতে আমাদের দমানো যাবে না।"