পেগাসাস মামলায় (Pegasus Case) এবার তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরভি রবীন্দ্রন। অন্য দুজন হলেন অলোক জোশী ও সন্দীপ ওবেরয়।
জাতীয় নিরাপত্তার ইস্যু তুলে দেশের নাগরিকদের অধিকারে হস্তক্ষেপ করলে আদালত চুপ করে বসে থাকবে না। কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবারও কেন্দ্রের উত্তরে অসন্তুষ্ট শীর্ষ আদালত। কেন্দ্রের জবাব শুনে সুপ্রিম কোর্ট বলেছে, "অভিযোগের উত্তর দিয়ে আদালতকে সাহায্য করার কথা কেন্দ্রের।" শীর্ষ আদালতের দাবি, "কেন্দ্রকে এই নিয়ে নোটিস দেওয়া হয়েছে। সব ধরনের সুযোগ পেয়েছে সরকার। তারপরও কেনো স্পষ্ট উত্তর দিতে পারছে না কেন্দ্র! আদালতে সব স্বীকার করে নিলে, দায়িত্ব কমবে।"
প্রবল চাপে কেন্দ্রীয় সরকার, পেগাসাস নিয়ে তদন্ত কমিটি গড়বে সুপ্রিম কোর্ট
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ, জাতীয় নিরাপত্তার নামে দেশের নাগরিকদের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। বিদেশি এজেন্সিও এর সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এর পরিণাম খারাপ হতে পারে। পেগাসাস মামলায় সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতা, সরকারি অফিসারদের ফোনে আড়ি পাতা হয়েছিল।