মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করলেন জাতীয় এয়ার রাইফেল শুট্যার কণিকা লায়েক। হোস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। অর্জুন পুরস্কার প্রাপ্ত জয়দীপ কর্মকারের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন কণিকা। তাঁর ঘর থেকে একটি সুইসাইদ নোট উদ্ধার হয়েছে।
বছরের শুরুতেই একবার খবরে এসেছিলেন কণিকা। নিজের রাইফেল না থাকায় বন্ধু, কোচের রাইফেল নিয়ে প্রশিক্ষণ করতেন তিনি। কণিকার প্রতিকূলতা, তাঁর লড়াইয়ের কথা জানতে পেরে অভিনেতা সোনু সুদ তাঁকে একটি রাইফেল দেন।
বর্তমান কোচ জয়দীপ জানান, সম্প্রতি বেশ কিছুদিন কোনো না কোনও কারণে প্রশিক্ষণে আসছিলেন না কণিকা। এ বছরের জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় প্রাথমিক ভাবে মুষড়ে পড়েও পরে তা কাটিয়ে উঠছিলেন কণিকা।