প্রথমে বিজেপি৷ তারপর কংগ্রেস। এবার কি আম আদমি পার্টি? শোনা যাচ্ছে, কংগ্রেস ছেড়ে এবার আম আদমি পার্টির দিকে পা বাড়িয়ে রয়েছেন নভজ্যোৎ সিং সিধু। পাঞ্জাবের রাজনীতিতে এখন এমনই গুঞ্জন। আগামী বছরের শুরুতেই পাঞ্জাবে ভোট। তার আগে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর বিবাদ তুঙ্গে উঠেছে। কংগ্রেস সিধুকে ধরে রাখার মরিয়া চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি আপেই যোগ দিতে পারেন বলে জল্পনা। খোদ আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সেই জল্পনা উসকে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন একজন সুপরিচিত স্থানীয় ব্যক্তিত্ব।