পর্দায় তিনি ভিলেন হিসেবেই পরিচিতি পেয়েছিলেন, খ্যাতি কিন্তু পেলেন অনেক পরে। সত্যি বলতে, অভিনয়ের জন্য সোনু সুদ যত না জনপ্রিয়, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় সমাজকর্মী হিসেবে। আজ সোনু সুদের জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন তিনি।
অতিমারী পর্বে তাঁকে দেবদূতের মতো পাশে পেয়েছেন ঘরহারা অনেক মানুষ। নিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়িতে। সাহায্যের জন্য তাঁর কাছে এলে তিনি কাউকে ফেরান না।
সোনুর জন্ম ১৯৭৩ এর ৩০ জুলাই, পাঞ্জাবে। উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন নাগপুরে। বলিউডে কেরিয়ার শুরু করার দিনগুলো খুব মসৃণ ছিল না। ৬ জনের সঙ্গে থাকতেন একই ঘরে।
১৯৯৯ এ প্রথম সুযোগ পেলেন বড় পর্দায় অভিনয়ের। তারপরেও বেশ কিছু বছর তাঁকে দেখা যেত ছোট খাটো চরিত্রে অভিনয় করতে। ক্রমশ বলিউডের খলনায়কের চরিত্রে জনপ্রিয়তা লাভ করতে থাকেন সোনু। কিন্তু সেসব ছাপিয়ে রিলের খলনায়ক এখন রিয়াল লাইফের নায়ক। আপামর ভারতবাসীর কাছে করোনা কালে তিনিই তো রিয়াল হিরো।