সোনু সুদের অনুরাগীদের জন্য সুখবর। করোনা মুক্ত হলেন অভিনেতা। শুক্রবার দুপুরেই তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আর বিকেলে সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করার সঙ্গে সঙ্গেই অভিনন্দনের জোয়ারে ভাসেন তিনি। মুখে মাস্ক পরে হাত দিয়ে নেগেটিভ সাইন দেখিনে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে করোনা মুক্ত হওয়ার কথা জানান সোনু। ১৭ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। আর শুক্রবার তাঁর করোনা মুক্ত হওয়ার খবর পেয়ে বেজায় খুশি অনুরাগীরা।