শুক্রবার ভারতের সর্বকালের সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজের(Mithali Raj) জন্মদিনে 'সাবাশ মিঠু'-(Shabaash Mithu)-র মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখার্জী(Srijit Mukherji) । আসলে পরিচালকের তরফ থেকে এটি ছিল মিতালির জন্মদিনের উপহার । আগামী বছর ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি । এদিন, ইনস্টাগ্রামে 'সাবাশ মিঠু' ছবির পোস্টার শেয়ার করে মিতালিকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন সৃজিত ।
ছবিতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু (Tapsee Pannu)। তাপসীর পাশাপাশি ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার (Mumtaz Sircar)
আরও পড়ুন, Shabaash Mithu : শেষ হল 'সাবাশ মিঠু'-র শুটিং, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার সৃজিতের
ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ । মিতালি রাজের জীবনের নানা জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে । এই ছবির কয়েকটা দৃশ্যের শুটিং হয়েছে লর্ডসে । এই প্রথম কোনও বাঙালি পরিচালক লর্ডসে সিনেমার শুটিং করলেন ।