নেতৃত্বের পুরোভাগে স্তালিন। আর দলের বিশ্বস্ত সৈনিক নেহরু-গান্ধী! বিশ্ব ইতিহাসে নতুন যুগের সূচনা! নাহ! কাল্পনিক কোনও ছবি নয়, সিনেমা নয়, গল্প নয়। তামিলনাড়ুতে এখন এটাই বাস্তব।
শুক্রবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে নেতা এম কে স্তালিন। আর তাঁর মন্ত্রিসভার দুই সদস্য হচ্ছেন আর গান্ধী এবং এন কে নেহরু। বৃহস্পতিবার ৩৪ জন মন্ত্রীর নামের তালিকা হাতে পেয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ালি পুরোহিত। তালিকায় পেশ করা প্রস্তাব অনুযায়ী সে রাজ্যের সম্ভাব্য নগরোন্নয়ন মন্ত্রী কে এন নেহরু। আর রাজ্যের নতুন বস্ত্রমন্ত্রী হচ্ছেন আর গান্ধী। খবর প্রকাশ্যে আসতেই গোটা দুনিয়ার রাজনীতিবিদদের চোখ এখন দক্ষিণ ভারতের এই রাজ্যের ওপর। দেখা যাক, নেহরু-গান্ধী আর স্তালিন কাঁধে কাঁধ মিলিয়ে কেমন চালান রাজ্যটা।