আফগানিস্তান দখল করেছে তালিবান। আপাতত সরকার গঠনের শেষ পর্যায়ে তাঁরা। প্রশাসনের শীর্ষে কারা বসবেন, তা নিয়ে তালিবানের অন্দরে এখন তুমুল চর্চা।
আর সেই সূত্রেই নাম উঠে আসছে তালিবানদের টপ কমান্ডারদের অন্যতম শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের নাম(Stanikzai)। আর এই শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের সঙ্গেই সরাসরি যুক্ত ভারতের নাম।জানা গিয়েছে, আফগান ক্য়াডেট হিসেবে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ট্রেনিং নিয়েছিলেন এই তালিবান নেতা(Stanikzai। সালটা ছিল ১৯৮২। দেরাদুনের IMA-এ প্রশিক্ষণ নিতে এসেছিলেন শের।
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র স্তানিকজাই। ভারতে যখন আফগানদের জন্য সেনা প্রশিক্ষণ কেন্দ্রের দরজা খোলা হল, সেই সময়েই দেহরাদূনে এসেছিলেন স্তানিকজাই(Stanikzai। দেড় বছর সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ফের আফগানিস্তানে ফিরে যান এবং সেখানে আফগান ন্যাশনাল আর্মি-তে লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন।
সোভিয়েত-আফগান যুদ্ধে সামিল হয়ে ছিলেন তিনি। ইসলামিক লিবারেশন অব আফগানিস্তান-এর হয়েও যুদ্ধ করেন। ১৯৯৬-তে তালিবান যখন আফগানিস্তানে ক্ষমতায় আসে, সে সময় আফগানিস্তানের উপবিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন