সাংসদদের সাসপেন্ড করা নিয়ে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ উগরে দিল তৃণমূল (TMC)। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, "সাসপেন্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক। এটা গণতন্ত্রের বিরোধী। এর তীব্র নিন্দা করছি।"
এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে সুখেন্দু শেখর রায় বলেন, "যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তাঁদের নিজেদের মতামত প্রকাশের সুযোগটুকু দেওয়া হয়নি। এই প্রক্রিয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।"
বাদল অধিবেশনের শেষ দিন সংসদে বিক্ষোভ দেখানোয় ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। যার মধ্যে আছেন তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen) ও শান্তা ছেত্রী (Santa Chhetri)। সুখেন্দু শেখর রায় বিজেপিকে আক্রমণ করে বলেন, "যারা বিরোধী থাকাকালীন কথা কথায় সংসদ অচল করে দিত, তারাই এবার সংসদে শৃঙ্খলা রক্ষার দাবি করছে।"
এদিন তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ পদে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালাইরো। সোমবার রাজ্যসভায় শপথ নেন তিনি।