রাজ্য়ের শিয়রে আবারও এক সুপার সাইক্লোনের চোখরাঙানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে।
মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ হিসেবে সেটি আছড়ে পড়বে বাংলায়।
কলকাতাতেও ঝড়ের কোপ পড়বে ভালই। মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা।