আলাপন বন্দ্যোপাধ্যায়ের CAT মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay) হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি (Abhishek Manusinghvi)। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসেটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta)।
বিচারপতি এ এম খানউইলকর ও সি টি রবিকুমারের ডিভিশন বেঞ্চকে সলিসিটর জেনারেল জানান, আলাপনের বিরুদ্ধে রায়ের আগে কোনও পদক্ষেপ করা হবে না। শীর্ষ আদালত এই মামলায় সোমবার রায়দান স্থগিত রাখে।
কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, হাইকোর্টের পর্যবেক্ষণে রাজনীতির রং আছে। অভিষেক মনু সিংভি পাল্টা জানান, হাইকোর্টের পর্যবেক্ষণকে প্রয়োজন মনে করলে শীর্ষ আদালত খারিজ করতেই পারে। কলকাতা হাইকোর্টে তাঁর আবেদন করা নিয়ে অভিষেক মনু সিংভি বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় কলকাতাতে কাজ করেছেন। কলকাতার বাসিন্দা। তাই কলকাতা হাইকোর্টেই আবেদন করেছেন।
আরও পড়ুন: পিছিয়ে গেল আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি, পরবর্তী শুনানি সোমবার
অবসর গ্রহণের আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু নির্ধারিত সময়ই অবসর গ্রহণ করেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তদন্ত করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। তদন্ত খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টে আবেদন করেন আলাপন। হাইকোর্টের রায়দানের আগেই এই মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন করা হয়। সেই নির্দেশ খারিজ করে হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র।