মঙ্গলবার থেকে পুরভোটের (tripura election) গণনার দিন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে, তা ত্রিপুরা সরকারকে (Tripura Government) দেড় ঘণ্টার মধ্যে জানাতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷
ত্রিপুরায় হিংসা ও আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের দাবি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ত্রিপুরায় হিংসা থামেনি। এমন পরিস্থিতিতে ত্রিপুরায় পুরনির্বাচন স্থগিতের আবেদনও জানিয়েছে তারা।
সোমবারই ত্রিপুরা নিয়ে তৃণমূলের আদালত অবমাননার আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। মঙ্গলবার তার শুনানি হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) আবেদনে তৃণমূল উল্লেখ করে, 'আদালতের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের, পুরভোটের জন্য প্রচার সম্ভব হচ্ছে না, তৃণমূল কর্মীদেরও ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়'।