স্নাতক স্তরের অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টের ফলপ্রকাশ স্থগিতের নির্দেশে স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিট স্নাতক ২০২১ স্তরের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশের অনুমতি দেয়। এর আগে বম্বে হাইকোর্ট ফলাফল প্রকাশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিল। দুই আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল প্রার্থীর পরীক্ষা আবার গ্রহণের জন্য এনটিএ-কে ফলপ্রকাশ স্থগিত রাখতে বলেছিল।
বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ বম্বে হাইকোর্টের ফল প্রকাশের ক্ষেত্রে সাম্প্রতিক স্থগিতাদেশ স্থগিত রেখেছে। এই মামলায় এনটিএ-র পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মামলায় তাঁর বক্তব্য বিবেচনা করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। এরপরই সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, বম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফল ঘোষণা করতে পারে।
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, ওই দুই পরীক্ষার্থীর ব্যাপারে কী করা হবে, সে বিষয়ে দীপাবলির ছুটির পর সিদ্ধান্ত নেওয়া হবে। এর জন্য ১৬ লক্ষ পড়ুয়ার ফলাফল আটকে রাখা যায় না।