পেগাসাস কাণ্ডে (Pegasus Issue) রাজ্য সরকারের (West Bengal) গঠিত তদন্ত কমিশনের কাজের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। পেগাসাস কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। তারপরও কী করে আলাদা কমিশন রাজ্যে কাজ করছে! এই প্রশ্ন তুলেই রাজ্যের তদন্ত কমিশনের কাজে স্থগিতাদেশ (Stay Order) দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুরের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিশন গঠন করে রাজ্য সরকার। এই তদন্ত কমিশন কাজ করবে না, শীর্ষ আদালতে গত শুনানিতে এমনটাই আশ্বাস দিয়েছিল রাজ্য। তারপরেও কীভাবে এই তদন্ত কমিশন কাজ শুরু করেছে, এই নিয়ে শুক্রবার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: পেগাসাস মামলায় তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন সুপ্রিম কোর্টের
গত অক্টোবরে পেগাসাস-কাণ্ডের তদন্তে SIT গঠন করেছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন ওই কমিটি রয়েছেন দুই সাইবার বিশেষজ্ঞ। পেগাসাস নিয়ে 'জাতীয় নিরাপত্তা' নিয়ে কেন্দ্রের যুক্তিও খারিজ করেছে প্রধান বিচারপতি এন ভি রমণার বেঞ্চ।