Supreme Court verdict on farmers protest: রাস্তা আটকে দীর্ঘদিন চলতে পারে না আন্দোলন, মত সুপ্রিম কোর্টের

Updated : Oct 21, 2021 18:33
|
Editorji News Desk

দিল্লি-পঞ্জাব সীমানায় কৃষক বিক্ষোভ নিয়ে এবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ বিক্ষোভ-আন্দোলন নাগরিকের মৌলিক অধিকার হলেও দীর্ঘদিন ধরে রাস্তা আটকে তা চলতে পারে না বলেই বৃহস্পতিবার স্পষ্ট জানাল দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবারের শুনানিতে সরকার পক্ষ এবং কৃষক পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ চরমে ওঠে। কৃষক পক্ষের আইনজীবী দুষ্মন্ত দাভে ও প্রশান্ত ভূষণ আদালতে জানান, কৃষক আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়তে পরিকল্পনা করে রাস্তা আটকে রেখেছে পুলিশ। তাঁদের দাবি, নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দিল্লির রামলীলা ময়দান ও যন্তরমন্তর ছেড়ে দেওয়া হোক কৃষকদের জন্য। কৃষকপক্ষের এই দাবির বিরোধিতা করে চলতি বছরের গত জানুয়ারি মাসে ঘটে যাওয়া লালকেল্লার ঘটনা মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তথা এই মামলায় হরিয়ানা সরকারের আইনজীবী তুষার মেহতা।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি এসকে কলের বেঞ্চ জানায়, ‘‘রাস্তা বন্ধ থাকার কারণে যাতায়াতে যে সমস্যা হচ্ছে, তা স্বীকার করতেই হবে।’’ গত বছরও দিল্লিতে শাহিনবাগ আন্দোলনের সময় সু্প্রিম কোর্ট জানিয়েছিলেন, রাস্তা আটকে অন্যের চলাফেরায় সমস্যা তৈরি করে দীর্ঘ দিন বিক্ষোভ দেখানো যেতে পারে না। এ দিনও শীর্ষ আদালতের ওই পর্যবেক্ষণ মনে করিয়ে দিয়ে বিচারপতি কল বলেন, ‘‘এ বিষয়ে আইন তৈরিই আছে। একই ব্যাপারে বার বার আইন তৈরির প্রয়োজন নেই। রাস্তা আটকে রাখা যাবে না। এর সমাধান খুঁজতেই হবে।’’

এই মামলায় পরবর্তী শুনানি আগামী ৭ ডিসেম্বর।

  

Supreme CourtPrashant BhushanFarmers Protestfarmers agitation

Recommended For You

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?
editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক
editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

editorji | ভারত

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ