কুস্তিগীর সাগর ধনখড় খুনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন অলিম্পিক্স মেডেলজয়ী সুশীল কুমার। পুলিশি জেরায় সুশীল জানিয়েছেন, ছত্রশাল স্টেডিয়ামে বচসার পর তাঁর পালানো উচিত হয়নি। ভুল লোকের পরামর্শে এই কাজ করেছেন তিনি। বার বার প্রশ্ন করা হলেও একই উত্তর দিচ্ছেন সুশীল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায় একবারও খুনের বিষয়ে উল্লেখ করছেন না অলিম্পিক্স মেডেলজয়ী। সূত্রের খবর, মানসিকভাবে শক্ত হওয়ায় জেরায় ভেঙে পড়েননি এই কুস্তিগীর। আধিকারিকদের আশঙ্কা, ভুল দিকে তদন্তকে মোড় দিতে পারেন সুশীল। সেকারণে আসল কথা বের করতে মনোবিদের সাহায্য নিতে পারে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।