করোনামুক্ত পৃথিবীর জন্য এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছু দিন। তবে অতিমারীর কোপ পড়া ক্ষেত্রগুলো থেকে অন্ধকার কাটছে একটু একটু করে। বিনোদন জগত যার মধ্যে অন্যতম। প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেলে কেমন লাগে, সপ্তাহান্তে হাউজফুল হওয়ার আনন্দ কেমন, তা প্রায় ভুলেই গিয়েছেন দর্শক, প্রযোজক-পরিচালক-কলা কুশলী সকলেই। এই পরিস্থিতিতে বেশ খানিকটা স্বস্তির খবর। চলতি বছরের পুজো আর বড়দিন উপলক্ষে এক নয়, দুই নয়, পাঁচ পাঁচ খানা বিগ বাজেট ছবি মুক্তির দিন ঘোষণা করল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
১৩ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিরসা দাসগুপ্ত পরিচালিত 'মুখোশ', প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। জেন ওয়াই-এর হৃদস্পন্দন বাড়ল বলে!
১১ অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু, আর ১০ তারিখ মুক্তি পাচ্ছে দেবের বহু প্রতিক্ষীত ছবি ‘গোলন্দাজ’।
৩ নভেম্বর মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) ‘একান্নবর্তী’ (Ekannoborti)। যে ছবি বলবে একান্নবর্তী পরিবারে দুই বোনের সম্পর্কের গল্প। মূল চরিত্রে অপরাজিতা আঢ্য এবং সৌরসেনী মৈত্র
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। প্রসঙ্গত, গতবছর-ই বড়দিনের সময় এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কোপে যখন দর্শকরা সিনেমাহল-মুখো হতে আশঙ্কায় ছিলেন, তাই এত বড় বাজেটের ছবি মুক্তিতে কোনওরকম ঝুঁকি নিতে চাননি পরিচালক তথা প্রযোজনা সংস্থা।
সৃজিতের সদ্য ঘোষিত তারকা খচিত ছবি ‘X=প্রেম’ মুক্তি পাবে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি।