আফগানিস্তান দখলের পর প্রথম সাংবাদিক বৈঠক করল তালিবান(taliban)।
বৈঠক করলেন তালিবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ। তিনি বললেন, ‘‘তালিবান(taliban) শাসনে মহিলাদের কাজ করার অধিকার দেওয়া হবে। তাঁরা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে সবই হবে ইসলামিক আইন মেনে। ইসলামিক(ishlamic) আইন মেনে মহিলাদের অধিকার রক্ষা করা হবে। মহিলারা তালিবান
শাসিত আফগানিস্তানে(afghanistan) আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। কিন্তু শরিয়তি আইনের বাইরে গিয়ে কিছুই হবে না।’’প্রতিবেশী দেশগুলিকে তালিবানের স্পষ্ট বার্তা, ভয়ের কোনও কারণ নেই। আফগান ভূমি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশের ক্ষতি করতে পারবে না।
এর পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে কাবুল ও আশেপাশের অংশে যতগুলি দূতাবাস রয়েছে, সেগুলিকেও রক্ষা করার কথা বলেছেন তালিবান মুখপাত্র