আফগানিস্তান ইস্যু নিয়ে এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২৬ আগস্ট অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে, আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হওয়ার পর সে দেশে ভারতীয় বিনিয়োগ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে খবর। ভবিষ্যতে তালিবানের সঙ্গে সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়েও বিরোধী দলনেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলনেতাদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, ‘কেন মোদীজি বিরোধীদের সঙ্গে কথা বলছেন না। আফগানিস্তানে কী হচ্ছে, তা মোদীজি জানেন না?’
রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন৷ যাত্রীদের মধ্যে আফগানিস্তানের দুই শিখ সাংসদও ছিলেন৷