জল্পনার অবসান। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তীরথ সিংহ রাওয়াত।মুখ্যমন্ত্রী হওয়ার চার মাসের মধ্যেই ইস্তফা দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছিল রাজধানীর রাজনীতিতে। অবশেষে শুক্রবার রাতেই ইস্তফা দিলেন তিনি।ইস্তফার পরে তীরথ জানিয়েছেন, করোনার কারণে এখন উপনির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সঙ্কট হতে পারে, সে কথা মাথায় রেখে নৈতিক কারণে ইস্তফা দিয়েছেন।তীরথের দাবি উড়িয়ে স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, তীরথকে সরানোর কারণ আলাদা। দলের অভ্যন্তরীণ বিবাদ থামাতে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তাতে তিনি ব্যর্থ। সেকারনেই তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে দল।অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিকতার প্রশ্নে অস্বস্তিতে ফেলতেই তীরথকে সরানোর সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বের।