ত্রিপুরায় সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারির প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখা করার আবেদন করল তৃণমূলের প্রতিনিধি দল। সোমবার নয়াদিল্লিতে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা (TMC MP)। রবিবার বিকেলে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারের পরই ১৫ জন সাংসদকে দিল্লি যাওয়ার নির্দেশ দেয় তৃণমূল।
২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। তার আগে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘাত তুঙ্গে উঠেছে। যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে রাজধানীতে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। টুইট করে সেকথা জানান তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen)। রবিবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ত্রিপুরার সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।
রবিবার বিকেলে একটানা জিজ্ঞাসাবাদের পর খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।