পেগাসাস স্পাইওয়্যার কান্ডে তদন্তের জন্য সুপ্রিম কোর্ট স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করল। বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বৃহস্পতিবার থেকেই পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করবে। কমিটির তরফে যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধান করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রবীন্দ্রন।
এই কথা জানার পরেই তৃণমূলের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন ট্যুইট করেন। খোঁচা দেন কেন্দ্রকে। কেন্দ্র এতদিন নানান অজুহাতে সংসদ অচল করার দাবি তুলে এসেছিল বিরোধীদের দিকে। এবার সেই প্রসঙ্গ তুলেই ডেরেকের দাবি যদি সংসদ অচল কারুর জন্য হয়ে থাকে, তা এক এবং একমাত্র কেন্দ্রের জন্যই হয়েছে।
যদিও এই ঘটনাকে তৃণমূলের বড়ো জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কারণ সংসদের উভয়কক্ষেই বিরোধী দল হিসেবে তৃণমূলই এই পেগাসাস কান্ডে কেন্দ্রীয় সরকারের আড়ি পাতার কথা সামনে এনে সোচ্চার হয়।