এই বছরের পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে অনেক হৃদয়স্পর্শী মুহূর্ত তৈরি হয়েছে। তবে এই বিশেষ মূহুর্তটি সম্ভবত সবচেয়ে মর্মস্পর্শী।
রূপান্তরকামী লোকশিল্পী মনজাম্মা জোগাতি শিল্পকলায় তাঁর অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই-এর টুইট করা একটি ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, বছর ষাটেকের ওই শিল্পী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী নিচ্ছেন। তার ঠিক আগে শিল্পী তাঁর নিজস্ব ধরনে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতিকে। পর পর তিনবার শাড়ির আঁচল তুলে ধরেন কোবিন্দের মাথার কাছে। তারপর হাত তুলে আর্শীবাদের ঢঙে শুভেচ্ছা জানান। শেষে মাটিতে মাথা ঠেকিয়ে সম্মান জানান। শিল্পীর এমন ব্যবহারে আনন্দ পেয়েছেন রাষ্ট্রপতিও। তাঁর হাসি সেই কথা বলেছে।
জোগাতি নৃত্য, জনপদ গান সহ বিভিন্ন শিল্পকলায় আশ্চর্য দক্ষতা রয়েছে মাথা বি মানজাম্মার। দেবীদের উদ্দেশে কন্নড় ভাষায় অসামান্য সনেট পরিবেশন করেন তিনি।
কর্নাটকের বেলারির কাছে একটি গ্রামে জন্ম হয় এই শিল্পীর। তখন তাঁর নাম ছিল মঞ্জুনাথ শেঠি৷ শৈশব থেকেই নিজের নারীসত্তাকে চিনতে পেরেছিলেন তিনি। তাঁর পরিবার তাঁকে হসপেটের কাছে হুলিজেয়াম্মা মন্দিরে নিয়ে যায়। সেখানে তিনি জোগাপ্পা সমাজের অংশ হয়ে ওঠেন।
জোগাপ্পা সমাজের সদস্যরা তাঁদের জীবন দেবী রেনুকা ইয়েলাম্মার জন্য উৎসর্গ করেন। লোককথা অনুযায়ী, জোগাপ্পা কমিউনিটির সদস্যদের ওই দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বলে মনে করা হয়।