সোমবার রেকর্ড টিকা।মঙ্গলবারই মুখ থুবড়ে পড়েছে টিকাকরের গতি। মঙ্গলবার (২২জুন) টিকাকরণ হয়েছে ৫৪.২৪ লক্ষ। যেখানে সোমবার ৮৬ লক্ষের বেশি মানুষকে টিকা দিয়ে রেকর্ড গড়েছিল দেশ। টিকাকরণ কমে যাওয়ার পিছনে যে বড় কারণটি সামনে আসছে তা হল রাজ্যগুলিতে সমসংখ্যায় টিকার জোগান না থাকা। অনেকেই অভিযোগ করছেন যে মধ্যপ্রদেশ-সহ কয়েকটি রাজ্য সোমবার সর্বোচ্চ সংখ্যায় টিকা দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে টিকা মজুত করে রাখছিল। ২১ জুন সব থেকে বেশি টিকা দেওয়া ১০টি রাজ্যের মধ্যে সাতটিই হল বিজেপি শাসিত।