ভারতীয় বায়ুসেনার হাতে এল এমএইচ-৬০আর উড়োজাহাজ। এর ফলে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হয়ে উঠবে। শুক্রবার সান দিয়েগোয় আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে এই উড়োজাহাজ তুলে দিয়েছে আমেরিকা। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকায় ভারতের দূত তরণজিৎ সিং সান্ধু এই দু'টি উড়োজাহাজ গ্রহণ করেছেন।
এমএইচ-৬০আর উড়োজাহাজ তৈরি করেছে মার্কিন সংস্থা লকহেড মার্টিন। যে কোনও আবহওয়াতেই এই উড়োজাহাজ সাবলীল ভাবে কাজ করতে পারে। ভারত মোট ২৪টি এমএইচ-৬০ আরের বরাত দিয়েছে। এই উড়োজাহাজগুলিকে আরও বেশ কিছু যন্ত্রাংশ দিয়ে সাজিয়ে তুলবে ভারত। সেনাবাহিনীর মতে, এই উড়োজাহাজ আসার ফলে ত্রিমুখী আক্রমণের ক্ষমতা আরও বাড়বে ভারতের।