উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হল এক শিশু-সহ একই পরিবারের তিন সদস্যের। নিখোঁজ আরও চারজন।
কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। রবিবার উত্তরকাশীর মান্ডো গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায়।
অন্যদিকে, মহারাষ্ট্রের চেম্বুর ও ভিকরৌলিতে দেওয়াল ও বাড়ি ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫।
রাতভর বৃষ্টিতে ফের বানভাসি মুম্বই। কোনও কোনও জায়গায় রাস্তায় কোমর-সমান জল। রেললাইন ডুবে যাওয়ায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা। দিল্লিতেও প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন।
বিপর্যস্ত যান চলাচল।