উত্তরাখণ্ডের টানা দুদিনের বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃত্যু হল ৪৭ জনের। ভারী বৃষ্টিতে অনেক এলাকায় ধস নেমেছে। বিচ্ছিন্ন রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বিভিন্ন রাজ্যের পর্যটকরাও।
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নৈনিতাল, হলদোয়ানি, উধম সিং নগর, চম্পাবত জেলা। শুধু নৈনিতালেই মৃত্যু হয়েছে ২৮ জনের। চম্পাবত জেলায় মারা গিয়েছেন ১২ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃত পরিবার পিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। যাদের ঘর ভেঙেছে, তারা এক লাখ নয় হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন।
মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছনোই এখন প্রশাসনের প্রধান উদ্দেশ্য। ভারী বৃষ্টিতে হরিদ্বারে গঙ্গার জলস্তরও অনেকটা বেড়েছে। ভারী বৃষ্টিতে ফুঁসছে উত্তরাখণ্ডের অন্য নদীগুলো।