উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারধসের কবলে পড়ে মৃত ৫ জন বাঙালি পর্যটক। মৃতদের মধ্যে তিনজন হাওড়ার বাগনানের বাসিন্দা, ১ জনের বাড়ি ঠাকুরপুকুর। আর একজনের বাড়ি নদিয়ার রানাঘাটে। উত্তরাখণ্ডের বাগেশ্বর কন্ট্রোল রুম থেকে এ খবর জানানো হয়েছে।
পরিবার সূত্রে খবর, সুন্দরডুঙ্গা উপত্যকা থেকে উদ্ধার হয়েছে ৫ জনের মৃতদেহ। মৃতদের পরিবার সূত্রে খবর, গত ১০ অক্টোবর এই ৫ জন রওনা দেন। গত ১৭ অক্টোবর তাঁরা দুর্ঘটনায় পড়েন। বৃহস্পতিবার বিকেলে খবর আসে এই পাঁচজনের দলটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার বাগেশ্বর কন্ট্রোলরুম থেকে পরিবারকে সরকারিভাবে এই মৃত্যুর খবর জানানো হয়।
পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছেন বাংলার বহু পর্যটকও। দশমীর দিন হাওড়া থেকে নৈনিতালের উদ্দেশে রওনা দেন কমপক্ষে ৫০ জন পর্যটক। কারও বাড়ি ডোমজুড়, কারও দাসনগর, আন্দুলে। দ্বাদশীর দিন নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার পথে প্রবল বৃষ্টি ও ধসে আটকে পড়েন তাঁরা।