সংসদের অধিবেশনের মধ্যেই বেনজির দৃশ্য।রাজ্যসভার বিরোধীদের আচরণে কেঁদেই ফেললেন রাজ্যসভার(Rajya Sabha) চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু(Venkaiah Naidu)।মঙ্গলবার রাজ্যসভায় বিরোধীদের (Opposition)বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি(Monsoon Session)। কেন্দ্রের আনা তিনটি কৃষি আইন খারিজ করার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদরা। এরপরেই ঘটে যায় সেই চরম মুহূর্ত। চেয়ারম্যানের(Venkaiah Naidu) সামনে ‘রিপোর্টারস’টেবিল’-এ বসে পড়েন সাংসদরা! শুধু তাই নয়, স্লোগান দিতে দিতে এক সাংসদ ফাইল ছুড়ে মারেন চেয়ারে থাকা ডেপুটি চেয়ারম্যান ভুবনেশ্বর কলিতার দিকে।গোটা ঘটনার কড়া নিন্দা করে বেঙ্কাইয়া নাইডু(Venkaiah Naidu) বলেন, ‘‘গণতন্ত্রের পবিত্র স্থানে যা ঘটেছে, রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে তার পরিণাম ভেবে তিনি সত্যিই ভীত।’’মঙ্গলবারের এই ঘটনার কথা বলতে বলতেই কেঁদে ফেলেন উপরাষ্ট্রপতি।এই বছরের বাদল অধিবেশনে(Monsoon Session) একাধিক নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ।সেই তালিকায় সংযোজিত হল আরও এক বেনজির ঘটনা।