প্রবল বৃষ্টিতে কার্যত ভাসছে বেঙ্গালুরু (Bengaluru) শহর। একদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল গোটা উত্তর বেঙ্গালুরু। শোচনীয় অবস্থা বিমানবন্দরেও (Airport)। এতটাই জল জমে গিয়েছে যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে বিমানবন্দরে। বিমান ধরার জন্য যাত্রীদের ট্রাক্টরে (Tractor) করে আসতেও দেখা গেল। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
Shopian Encounter: শহীদ জওয়ানদের খুনের বদলা নিল সেনা, এনকাউন্টারের মৃত ৩ লস্কর জঙ্গী
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল (Viral Video) হয়েছে বেঙ্গালুরুর কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Kempe Gouda International Airport) ভিডিয়ো। প্রশ্ন উঠেছে প্রশাসনের প্রস্তুতি নিয়েও। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বৃষ্টির জলে থইথই করছে বিমানবন্দর। এতটাই জল জমেছে যে ট্যাক্সিগুলিও টার্মিনাল থেকে কিছুটা দূরে রাখা। যাত্রীরা জল পাড়িয়ে এসেই ট্যাক্সিতে উঠছেন। আরেকটিতে দেখা যাচ্ছে, কোনো গাড়ি না থাকায় যাত্রীদের ভরসা ট্র্যাক্টর।