এখনই নিস্তার মিলবে না নিম্মচাপের হাত থেকে। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই৷ সপ্তাহভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
জোড়া ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টিতে ভাসছে কলকাতা। বৃষ্টি হয়েছে সোমবার রাতেও। নিম্নচাপের কারণে অতিবৃষ্টির ফলে বেশ কয়েকটি জেলা জলমগ্ন। ইতিমধ্যে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন।
আবহাওয়া অফিস থেকে নবান্নকে জানানো হয়েছে, আরও তিনটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বৃষ্টি।
এই বিপর্যয় মোকাবিলার জন্য প্রতিটি জেলার জেলাশাসককে আপৎকালীন ফান্ড পাঠানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যে ৫৭৭টি ত্রাণ শিবির চলছে। ৮০ হাজারের বেশি মানুষ রয়েছেন ত্রাণ শিবিরগুলিতে। ইতিমধ্যেই বিপদের আশঙ্কা রয়েছে এমন জায়গা থেকে ১ লক্ষ ৪১ হাজার মানুষকে সরিয়েছে প্রশাসন।