তামিলনাড়ুতে (Tamilnadu) কপ্টার দুর্ঘটনায় (Copter Accident) মৃত্যুর খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছিল গোটা পরিবার। শুক্রবার সকালে রাজধানীতে ব্রিগেডিয়ার জেনারেল লখবিন্দর সিং লিড্ডারের শেষকৃত্যে (Brigadier LS Lidder ) মুখাগ্নি করলেন তাঁর মেয়ে আশনা। বাবার শেষকৃত্য করতে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি।
এবার ১৭ বছরে পা রাখবেন ব্রিগেডিয়ার লখবিন্দর কন্যা আশনা। বাবার মৃত্যুতে বাকরুদ্ধ তিনি। সংবাদসংস্থার মুখোমুখি হয়ে আশনা জানিয়েছেন, "বাবা দেশনায়ক ছিলেন। আমার কাছের বন্ধু ছিলেন। ১৭ বছরের সেই স্মৃতি নিয়েই এগিয়ে যাব। এটা দেশের ক্ষতি। হয়তো আমাদের ভাগ্যে এটাই ছিল। বাবা আমার অনুপ্রেরণা ছিলেন।"
দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়্যারে ব্রিগেডিয়ার লখবিন্দর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন সেনার তিন প্রধান ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।